সকল মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ভবিষ্যতে আমাদের সবার অগ্রগতি আসবে।
টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে প্রতিবন্ধকতার শিকার ব্যক্তিসহ সবার অংশগ্রহণ আমাদের প্রয়োজন। বিশ্বজুড়ে নারী-পুরুষ সকলের আহ্বানেই সুন্দর এই পৃথিবী গঠন সম্ভব।
কোভিড-১৯ মহামারি বিশ্বের প্রায় সকল দেশের মানুষের ওপরই বিপর্যয় নিয়ে এসেছে।
আরও অন্তর্ভূক্তিমূলক, সুলভ ও টেকসই কোভিড-১৯ পরবর্তী বিশ্ব গঠনে মহামারি মোকাবেলা ও পুনরুদ্ধার কার্যক্রম হওয়া উচিত প্রতিবন্ধকতার শিকার মানুষদের অন্তর্ভূক্ত করে, তাদের সঙ্গে অংশীদারীত্ব সৃষ্টি করে, অসমতা ও বৈষম্য মোকাবেলা করে পৃথিবীকে এগিয়ে নেওয়া উচিত।
আসুন আমরা টেকসই, অন্তর্ভূক্তিমূলক এবং কাউকে পেছনে ফেলে না রেখে সবার জন্য ভবিষ্যৎ গঠন করি।
মোঃ নাজমুল হোসেন
কো-চেয়ারম্যান
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস জার্নালিস্ট সোসাইটি