1. admin@ihrjs-bd.org : admin :
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা
  • হট-লাইন
  • +৮৮ ০১৭৩৮ ৩২৭ ৯৩৯
  • ইমেইল
  • ihrjs2021@gmail.com
  • কেন্দ্রীয় দপ্তর
  • ১০ দিলকুশা, জীবন বীমা টাওয়ার (৯ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০।
    আসুন, মৃ*ত্যু*র পূর্বে সাওয়াবের গাছ লাগাই !

    মসজিদ-মাদরাসা ও দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলা, বৃক্ষরোপণ সাদকায়ে জারিয়াহ, এটা আমরা জানি। মূলত: যে দানের উপকারিতা স্থায়ী বা দীর্ঘমেয়াদী হয়, সেটাই সাদাকায়ে জারিয়াহ।

    কুরআন শিক্ষা একটি সাদাকায়ে জারিয়ামূলক নেক কাজ। যদি কেউ কুরআন শিক্ষার কার্যক্রম শুরু করে এবং এর মাধ্যমে সাওয়াব আশা করে, তবে এটি একটি উত্তম সাদাকায়ে জারিয়াহ; যার সওয়াবের ধারা ব্যক্তির মৃ*ত্যু*র পরও অব্যাহত থাকতে পারে।

    রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন- ‘তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই, যে নিজে কুরআন শেখে এবং অন্যকে তা শেখায়। -সহীহ বুখারী, হাদীস ৫০২৭

    আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং হিউম্যান এইড এর যৌথ উদ্যোগে দেশব্যাপী শুরু হচ্ছে বয়স্ক কুরআন শিক্ষা।

    মসজিদ-মাদরাসা, বাড়ির আঙিনা, এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগীতায় বয়স্ক কুরআন শিক্ষার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

    এতে একাধারে বয়স্করা কুরআন শিক্ষা গ্রহণ করতে পারবে এবং সচ্ছলদের সাদাকায়ে জারিয়ার সওয়াব অর্জিত হবে ইন শা আল্লাহ।

    যোগাযোগ: 01738327939

    ? বিশেষ দ্রষ্টব্য:
    ✳️ প্রজেক্টের কল্যাণ বিবেচনায় যে কোনো পরিবর্তনের অধিকার সংস্থা সংরক্ষণ করে।

    50+

    প্রজেক্ট

    6+

    বিভিন্ন বিভাগ

    500+

    কমিটি

    1700+

    সদস্য